ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৭, ২২ জুলাই ২০২৫

দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার

ছবি: সংগৃহীত

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, সরকারি হাসপাতাল ছাড়াও সকল বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইন্সটিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মুমু ২

×