ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় আহতদের প্রসঙ্গে ডা. মেহেদি হাসান

‘শরীরের ৪০% এর বেশি যাদের পুড়ে গেছে, তাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি’

প্রকাশিত: ০০:৫৬, ২২ জুলাই ২০২৫

‘শরীরের ৪০% এর বেশি যাদের পুড়ে গেছে, তাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি’

ছবি: সংগৃহীত

সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে এ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বিমান দুর্ঘটনায় আহতদের অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট) ভর্তি হয়েছেন।

আহতদের প্রসঙ্গে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের আইসিইউ ইনচার্জ ডা. মেহেদি হাসান বলেছেন, ‘শরীরের ৪০% এর বেশি যাদের পুড়ে গেছে, তাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি। ৬০% এর বেশি পুড়লে বাঁচানো খুব টাফ।’

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে ডা. মেহেদি আরও লেখেন, ‘অনেক বাচ্চারই দেখলাম ৪০-৬০% বার্ন। আবার যাদের ফুল থিকনেস বার্ন, তাদেরও মৃত্যুঝুঁকি অনেক বেশি। প্লেন ক্রাসে অনেক হিট জেনারেট হয় যা সাধারণত ফুল থিকনেস বার্ন তৈরি করে৷ আবার মুখের আশেপাশে যাদের পুড়েছে, তাদেরও মৃত্যুঝুঁকি অনেক। কারণ, এক্ষেত্রে শ্বাসনালীও পুড়ে যায় অনেক সময়।’

‘মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর নিয়ে অনেক পোস্ট নজরে আসছে। মৃত্যুর মিছিল এখনো শেষ হয়নি। সামনে অনেকেই সেপটিক ও হাইপোবলিউমিক শকে মারা যাবে৷ যারা বেঁচে আছে তারা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাবে সেটা ভাবতেই কষ্টে বুকটা ভারি হয়ে উঠছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও লিখেছেন, ‘ইন্টেরিম! মৃত্যুর সংখ্যা নিয়ে হাসিনার মতো রাজনীতি করবেন না প্লিজ। খারাপ হবে।’

 

সূত্র: https://www.facebook.com/share/1714zRCJMe/

রাকিব

×