
মাইলস্টোনটা দাঁড়িয়ে চুপচাপ,
হিসেব রাখে কতটা পেরোলো চাপ।
পথের ধারে যেন নীরব সাক্ষী,
অতীত গিলে রাখে তার ছায়ায় রাখি।
সে জানে— কোথায় ভাঙল চাকা,
কে হারালো প্রাণ, কে কাঁদল নিঃশ্বাসে ঢাকা।
রক্তমাখা এক বিভীষিকার দাগ,
মাইলস্টোন দেখে, কিছু বলে না ভাগ।
একবার, ঠিক মাইলস্টোনের মাথার ওপর
চিৎকারে কেঁপে উঠেছিল সোনামনিরা
একটি বিমান, চালক সহ আরো কতো প্রাণ
মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়েছে
দগ্ধ গন্ধে কাঁপে বাতাস, নুয়ে যায় ধুঁই।
মাইলস্টোনটা আজ আর শুধু সংখ্যা নয়,
ভয়াবহ স্মৃতি— অদৃশ্য এক ক্ষয়।
পথ চলা মানে শুধু এগোনো নয় ভাই,
মাইলস্টোনে থাকে কান্না, হাহাকার, ভয় পাই।
সবচেয়ে বড় মাইলস্টোন হয়তো
যেখানে থেমে যায় কারও নিঃশ্বাস সইতেও।
লেখক:
মোঃ আমির হোসেন
সহকারী শিক্ষক,
আলহাজ্ব মোঃ ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
জাজিরা-শরীয়তপুর।
আফরোজা