
আজকের হৃদয়বিদারক হতাহতের ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন। তিনি সরাসরি রাষ্ট্রকে দায়ী করলেও প্রশ্ন রেখেছেন নাগরিকদের ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতার প্রতিও।
পারশা লিখেছেন, “অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙ্গুলটা ওঠানো জরুরী নয়?”
তিনি জানান, দুর্ঘটনাকবলিত একটি বাচ্চাকে হাসপাতালে নেওয়ার সময় একজন রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়েছেন ১০০ টাকা, আর সিএনজিচালক মাত্র দুই মিনিটের পথের জন্য দাবি করেছেন এক হাজার টাকা। রক্তাক্ত শিশুকে দেখেও অনেক প্রাইভেট কার নির্দ্বিধায় পাশ কেটে চলে গেছে।
“তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার?”—জানতে চেয়ে পারশা বলেন, “এটা বরং সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!”
তিনি আরও স্মরণ করিয়ে দেন, গেল বছরের সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা কীভাবে প্রতিমুহূর্তে নৌকার ভাড়া বাড়িয়ে দিয়েছিলো হাজার হাজার টাকা পর্যন্ত। এমনকি ৫০ হাজার থেকে ১ লাখ টাকার দাবি করতেও দ্বিধা করেননি কেউ কেউ।
পারশার ভাষায়, “ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধ-বণিতা—শাড়ি, বোরকা, লুঙ্গি, প্যান্ট যার যা-ই থাকুক, কেউ কি বাদ গিয়েছিলেন সব লুটে নিতে? ৫ আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকেও কি ছাড় দিয়েছিলেন আপনারা?”
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি।”
সানজানা