ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

‘মনে হচ্ছে আমার বাচ্চা’ মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা

প্রকাশিত: ০৫:৪৭, ২২ জুলাই ২০২৫

‘মনে হচ্ছে আমার বাচ্চা’ মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে যখন শোকের ছাড়া নেমে এসেছে তখন স্যোশাল মিডিয়ায় লাইভে এসে ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়েন।

লাইভে এসে তিশা বলেন,, ‘আমি একটা নাটকের শুটিংয়ে আছি। একটার পর একটা নিউজ দেখছি, কী বলবো! আমার তো বাচ্চা আছে। ওরা মনে হচ্ছে আমার বাচ্চা। আল্লাহ সব ঠিকঠাক রাখুক। আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করুণ। বাচ্চারা তো ফেরেশতা। এই মুহূর্তে আমি কী করবো জানি না। কিন্তু আমি চাই হেল্প করতে। কিন্তু এই মুহূর্তে কেউ হেল্প করতে পারবে না।’

তিনি বলেন, ‘আপনারা প্লিজ হাসপাতালে ভিড় করবেন না। আমি না বুঝে অনেকগুলো পোস্ট করে ফেলেছিলাম। বার্ন ইউনিডের ডাক্তারের ভিডিও দেখলাম, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ভিড় করা যাবে না। আল্লাহ সব কিছু ঠিক করে দিক। এখন একটা কঠিন সিচুয়েশন যাচ্ছে, এটা ভেবে বাসা থেকে বের হবেন না। তাতে রাস্তাটা খালি থাকবে, যাদের রাস্তা প্রয়োজন, তারা রাস্তা ব্যবহার করতে পারবেন। সবাই দোয়া করবেন।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোন ভর্তি করাবো, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে।’

 

সানজানা

আরো পড়ুন  

×