ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ঢাকায় বিমান দুর্ঘটনায় চীন-ভারতসহ যেসব দেশ শোক জানিয়েছে

প্রকাশিত: ০৯:১০, ২২ জুলাই ২০২৫

ঢাকায় বিমান দুর্ঘটনায় চীন-ভারতসহ যেসব দেশ শোক জানিয়েছে

ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, সুইজারল্যান্ড ও সুইডেনসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক মিশন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। মৃতদের অনেকেই তরুণ শিক্ষার্থী—যা হৃদয়বিদারক। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছি এবং সম্ভাব্য সব রকম সহায়তা দিতে প্রস্তুত।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি, যাদের অনেকেই শিশু সন্তান হারিয়েছেন।”

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দপ্তর এক বিবৃতিতে বলেছে, “উত্তরার দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

চীনের ঢাকা দূতাবাস এক বিবৃতিতে জানায়, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে বলেন, “এই কঠিন সময়ে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা প্রশংসনীয়।”

সুইজারল্যান্ড দূতাবাস জানায়, “একটি স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। সকল ক্ষতিগ্রস্তের পাশে আছি।”

সুইডেন দূতাবাসও এক বিবৃতিতে জানিয়েছে, “মর্মান্তিক এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং দুঃখিত। নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা।”

ইউরোপীয় ইউনিয়ন (EU) বলেছে, “আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং সকল নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, “বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা শোকাহত। জরুরি সেবার সঙ্গে যুক্ত সকলের প্রতি আমাদের সম্মান রইল।”

নুসরাত

আরো পড়ুন  

×