ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

পরীমণি

ছবি, ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এ‍্যাডমিশন নিতে হয়

প্রকাশিত: ১৩:৪০, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৪০, ২২ জুলাই ২০২৫

ছবি, ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এ‍্যাডমিশন নিতে হয়

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বহু শিশুসহ অনেকেই আহত ও নিহত হয়েছেন।

ঘটনার পর থেকে দেশের সর্বস্তরের মানুষ শোকাহত, সেই তালিকায় আছেন চিত্রনায়িকা পরীমণিও। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে এ‍্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……”

বর্তমানে আহত ও নিহতদের সঠিক সংখ্যা নিরূপণে কাজ চলছে।

আবির

×