ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মেধাবী ছাত্র উক্য চিং মারমার মৃত্যুর খবরে রাঙ্গামাটিতে শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৯:০৭, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৭, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মেধাবী ছাত্র উক্য চিং মারমার মৃত্যুর খবরে রাঙ্গামাটিতে শোকের ছায়া

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া অগ্নিদগ্ধ রাঙ্গামাটির মেধাবী ছাত্র উক্য চিং মারমার (১৪) মৃত্যুর সঙ্গে কয়েক ঘণ্টা পাঞ্জা লড়ে মারা গেছে। তাকে সোমবার আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রাত আড়াইটার সময় চিকিৎসাধীন অবস্থায় সেই মারা গেছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মারা যাওয়ার খবরে তার বাড়ি বাঙ্গালহালিয়ায় শোকের মাতম চলছে। তার বাড়ি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়া এলাকায়। সেই উসাইমং মারমার ছেলে। সেই সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রাজস্থলী উপজাতীয় আবাসিক স্কুলের কৃষি শিক্ষক।

উক্য চিং মারমার খালা মিলি মারমা ও চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত তার মরদেহ রাজস্থলীতে আনা হয়নি বলে পুলিশ জানায়।

এদিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আতিউর রহমান ও ইউপিডিএফ নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আফরোজা

×