ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দুর্ঘটনা নিয়ে তথ্য লুকানোর কোনো আশঙ্কা নেই: বিমান বাহিনী প্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৭:০৪, ২২ জুলাই ২০২৫

দুর্ঘটনা নিয়ে তথ্য লুকানোর কোনো আশঙ্কা নেই: বিমান বাহিনী প্রধান

ছবি: সংগৃহীত

আহতদের সুচিকিৎসা দেওয়াটা জরুরি। সম্পূর্ণভাবে সুস্থ হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই। সবাই দেশের মানুষ। রাজধানীর মাইলস্টোন কলেজের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কমপ্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তাদের পাশে থাকবো। সম্মিলিতভাবে অনেকের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আহতদের সুচিকিৎসা—এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি।

মুমু ২

×