ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

আমান আজমী

সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হলে রাষ্ট্রদোহিতার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার

প্রকাশিত: ২১:২৬, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৭, ২২ জুলাই ২০২৫

সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হলে রাষ্ট্রদোহিতার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার

ছবি: সংগৃহীত

সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হলে রাষ্ট্রদোহিতার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

আজ ২২ জুলাই (মঙ্গলবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এসব কথা লিখেন।

তিনি লিখেন, বিমান দুর্ঘটনার মত দেশের এত বড় একটা বিপর্যয়ে যখন দেশবাসী কাতর, সেই সময়ে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়ার জন্য "পরীক্ষা নাটক" কোন ষড়যন্ত্র কি না বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার। সরকারের মধ্যে যে ফ্যাসিবাদের দোসর এখনো আছে এটা তো "ওপেন সিক্রেট"। সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হলে "রাষ্ট্রদোহীতার" জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও হওয়া দরকার। 

তিনি আরো লিখেন, পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত কেন গতকাল বিকেল নাগাদ নেয়া গেলনা? দিনটিকে যেখানে "রাষ্ট্রীয় শোক দিবস" ঘোষণা করা হয়েছে, সেখানে "পরীক্ষা বাতিল" অপরিহার্য হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সন্দেহটা কোথায় ছিল? সবই যদি প্রধান উপদেষ্টার বলে দিতে হয়, তাহলে আপনাদের দায়িত্বে থাকার প্রয়োজন কি? এই ব্যর্থতার দায়ভার নিয়ে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সকল সংশ্লিষ্ট সকল ব্যক্তির এই মুহূর্তে পদত্যাগ জাতির কল্যাণের জন্য অত্যাবশ্যক। এখানে কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে জনগণের সন্তানদের, এই কোমলমতি শিক্ষার্থীদের, জীবন নিয়ে এই ধরনের তামাশা করার কোনো অধিকার তাদের নেই। তারা পদত্যাগ না করলে তাদেরকে এক্ষুনি অপসারণের জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, শুধু পদত্যাগ বা অপসারনই নয়, তাদের এই ব্যর্থতার জন্য এবং "ষড়যন্ত্র" হয়ে থাকলে সেটার জন্য তাদের বিরুদ্ধে চরম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি করছি।

ফারুক

×