ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইরানের পাশে দুই দেশ: মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণে উদ্বেগে ইসরায়েল

প্রকাশিত: ০২:২৭, ২৩ জুলাই ২০২৫

ইরানের পাশে দুই দেশ: মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণে উদ্বেগে ইসরায়েল

ছবি: প্রতীকী

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই ইরানকে সাহায্য করতে সরাসরি এগিয়ে এলো চীন। রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্রতায় আরও দৃঢ় হচ্ছে তেহরানের অবস্থান। আর এ দৃশ্যপটেই যেন কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

সম্প্রতি ইরানের সামরিক ও কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে রাশিয়ার সাথে যৌথ নৌমহড়ার মাধ্যমে। ২১ জুলাই থেকে ক্যাস্পিয়ান সাগরে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ মহড়া মূলত যুক্তরাষ্ট্রের প্রতি একটি কৌশলগত বার্তা। দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে থাকা তেহরান এখন রাশিয়া ও চীনকে পাশে পেতে চায় আরও সুসংহতভাবে। তারই অংশ হিসেবে পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করার ঘোষণা দিয়েছে বেইজিং। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছে চীন।

এদিকে মার্কিন প্রশাসনের আরোপিত নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল ইরানের জ্বালানি তেল রপ্তানি। তবে চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে ইরান সেই চাপ উপেক্ষা করছে। পাশাপাশি বেইজিং থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ সংগ্রহের অভিযোগও তুলেছে পশ্চিমা দেশগুলো।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের যেকোনো বড় সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবিলায় ইরানকে সরাসরি সমর্থন দিয়ে যাবে চীন ও রাশিয়া। এমনকি ইরানকে মধ্যপ্রাচ্যের ‘সুপারপাওয়ার’ হিসেবে গড়ে তুলতেও সক্রিয় থাকবে এই দুই পরাশক্তি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=p_00UEwugqo

রাকিব

×