ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

গুগল ক্রোমকে চ্যালেঞ্জ: এআই-চালিত ব্রাউজার আনছে ওপেনএআই, থাকছে যেসব সুবিধা

প্রকাশিত: ০৮:১৩, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০৮:১৫, ২৩ জুলাই ২০২৫

গুগল ক্রোমকে চ্যালেঞ্জ: এআই-চালিত ব্রাউজার আনছে ওপেনএআই, থাকছে যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

গুগল ক্রোমের একচ্ছত্র আধিপত্যে চ্যালেঞ্জ জানাতে এবার মাঠে নামছে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই। জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা শিগগিরই বাজারে আনছে একটি সম্পূর্ণ নতুন এআই-চালিত ওয়েব ব্রাউজার। প্রযুক্তি বিশ্বে ইতিমধ্যেই এই খবরে সাড়া পড়ে গেছে।

জানা গেছে, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই উন্মোচিত হতে যাচ্ছে ওপেনএআই-এর তৈরি এই ব্রাউজার। প্রতিষ্ঠানটির লক্ষ্য একটাই— ওয়েব ব্রাউজিংয়ের প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে ব্যবহারকারীদের জন্য আরও সহজ, দ্রুত এবং বুদ্ধিমত্তাপূর্ণ অভিজ্ঞতা তৈরি করা।

ব্রাউজারটিতে থাকবে চ্যাটজিপিটির মতো একটি অন্তর্নির্মিত চ্যাট ইন্টারফেস, যা ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সার্চ রেজাল্ট, বিশ্লেষণ ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করবে। ফলে ব্যবহারকারীদের আর আলাদা করে একাধিক লিঙ্কে ক্লিক করে তথ্য খুঁজতে হবে না; বরং একটিমাত্র প্ল্যাটফর্মেই তারা পেয়ে যাবেন প্রয়োজনীয় সব তথ্য—তাও আবার কথোপকথনের মাধ্যমে।

বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর এই পদক্ষেপ শুধু গুগলের আধিপত্যকেই চ্যালেঞ্জ জানাবে না, বরং সার্চ ইঞ্জিন ব্যবহারের পদ্ধতিতেও আনবে মৌলিক পরিবর্তন।

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকেই ওপেনএআই নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করে আসছিল। ‘পারপ্লেক্সিটি’ ব্রাউজারের আদলে তারা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে, যেখানে ভবিষ্যতের সার্চ হবে লিঙ্ক-নির্ভর নয়, বরং কথোপকথন-নির্ভর।

প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য, ওপেনএআই-এর এই নতুন ব্রাউজার কেবল ব্রাউজিংয়ের পদ্ধতি নয়, বরং ওয়েব ব্যবহারকারীদের তথ্য গ্রহণ ও ব্যবহারের ধারণাকেও আমূল বদলে দিতে পারে।

 

সূত্র: https://www.thehansindia.com/technology/tech-news/openais-new-ai-browser-poised-to-challenge-google-chromes-reign-989720

রাকিব

×