ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অভিনেতা আরশ খান

সকল রাজনীতিবিদদেরই আমাকে বিরোধীদল মনে হবে

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ জুলাই ২০২৫

সকল রাজনীতিবিদদেরই আমাকে বিরোধীদল মনে হবে

জনগণের পক্ষে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করাকে নিজের দায়িত্ব বলে মনে করেন ছোট ছোট পর্দার অভিনেতা আরশ খান। তাকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে মানবতার পক্ষে কথা বলতে দেখা যায়। 

তিনি বুধবার, ২৩ জুলাই ২০২৫ এ নিজের ফেসবুকে পোস্ট করে বলেন,সকল রাজনীতিবিদদেরই আমাকে বিরোধীদল মনে হবে। কারন আমি জনতার পক্ষে কথা বলি। 

এর আগে ছাত্রদের সচিবালয় ঘেরাওয়ের সময়ও তাকে পরামর্শ দিতে দেখা যায়। তিনি নিজের ফেসবুকে পোস্ট করে বলেন, আইডি কার্ড ছাড়া স্টুডেন্টরা কোনো activation এ যেয়োনা প্লিজ। ছাত্র পরিচয়ে অনেকেই সহিংসতার চেষ্টায় থাকবে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়ও তাকে সক্রিয় থাকতে দেখা যায়। উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’

জাতির এমন মর্মান্তিক সময়ে পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান।

সানজানা

×