ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

২০২৫ সালে যেসব দেশে সহজেই মিলছে ভিসা

প্রকাশিত: ১৮:৫৮, ২২ জুলাই ২০২৫

২০২৫ সালে যেসব দেশে সহজেই মিলছে ভিসা

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা এবং উন্নত ক্যারিয়ারের স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জটিল স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া। আবেদন ফর্ম, নথিপত্র, সময়সীমা ও দূতাবাসের আনুষ্ঠানিকতা অনেকের কাছেই হয় দুর্বোধ্য ও ঝামেলাপূর্ণ। তবে এমন কিছু দেশ রয়েছে, যারা এই প্রক্রিয়াকে করেছে শিক্ষার্থীবান্ধব, সহজ ও স্বচ্ছ। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি দেশের কথা, যাদের ভিসা প্রক্রিয়ায় স্বস্তি পেতে পারেন আপনি।

 

 

কানাডা
কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু করেছে SDS (Student Direct Stream) নামে একটি দ্রুত ভিসা প্রক্রিয়া। নির্দিষ্ট দেশের শিক্ষার্থীরা এর আওতায় সহজেই আবেদন করতে পারেন। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যায়। শিক্ষাকালীন সময় পার্টটাইম কাজের সুযোগ এবং কোর্স শেষে স্থায়ী হওয়ার (PR) সুযোগও রয়েছে।

জার্মানি
জার্মানির কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হলে ভিসা প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল হয়। অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই, ফলে খরচও তুলনামূলকভাবে কম। পড়াশোনা শেষে দেশে চাকরির ভালো সুযোগও থাকে।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ভিসা আবেদন এখন অনেক সহজ হয়েছে ImmiAccount নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এটি একটি ওয়ানস্টপ পোর্টাল, যেখানে শিক্ষার্থীরা আবেদনপত্র জমা দিতে, নথি আপলোড করতে এবং স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। ধাপে ধাপে গাইডলাইন থাকায় নতুন আবেদনকারীদের জন্য এটি বেশ সহজবোধ্য। পড়াশোনার সময় কাজ করার সুযোগ এবং পরবর্তীতে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসাও পাওয়া যায়।

 

 

 

নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব দেশ হিসেবে পরিচিত। দেশটির সরকারি ওয়েবসাইট থেকেই অনলাইনে সহজে ভিসা আবেদন করা যায়, অনেক সময় দূতাবাসে যাওয়ারও প্রয়োজন পড়ে না।

আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডে ফুলটাইম কোর্সে ভর্তি হলে অনলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করা যায়। প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায়। কোর্স শেষে দেশটিতে দুই বছর পর্যন্ত থাকার সুযোগ রয়েছে।

সিঙ্গাপুর
সিঙ্গাপুরে SOLAR নামক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজেই অনলাইনে সম্পন্ন করা যায়। দেশটি প্রযুক্তিনির্ভর, উচ্চশিক্ষার মান ভালো এবং ক্যারিয়ারবান্ধব পরিবেশে পড়াশোনার সুযোগ দেয়।

নেদারল্যান্ডস
এই দেশের বড় সুবিধা হলো—বিশ্ববিদ্যালয় নিজেই ভিসার আবেদন করে শিক্ষার্থীদের হয়ে। আবেদনকারীকে শুধু প্রস্তুতি নিতে হয় যাত্রার জন্য। এখানে ইংরেজিতে পড়াশোনা করা যায়, অন্য ভাষা শেখার প্রয়োজন নেই।

 

 

নরওয়ে
নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোনো টিউশন ফি নেই। সহজ ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বাড়তি ঝামেলা ছাড়াই দেশটিতে পড়তে যেতে পারেন।

বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে এসব দেশের শিক্ষাবান্ধব এবং সহজ ভিসা প্রক্রিয়া হতে পারে আপনার জন্য একটি সঠিক ও স্বস্তির পথ।

ছামিয়া

×