
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে রাখতে সম্মত ইইউ
অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো ও ইউরোপের বাইরের তৃতীয় কোনো দেশে আশ্রয়ের আবেদনকারীদের সাময়িকভাবে রাখার সিদ্ধান্ত ঐকমত্যে পৌঁছেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশেগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। কিন্তু কোন দেশে অভিবাসীদের রাখা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি জোটটির নেতারা। তবে সংকট মোকাবিলায় নতুন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে জার্মানিসহ বেশিরভাগ দেশ সম্মতি দিয়েছে। বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।
বৈঠক শেষে সাংবাদিকদের ইইউর পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা অভিবাসন সংকট মোকাবিলায় এক নতুন কৌশলের দিকে এগোচ্ছে। সেগুলো মধ্যে গুরুত্বপূর্ণ হলো তৃতীয় দেশে ফেরত কেন্দ্র স্থাপন। এই কেন্দ্রগুলো ইউরোপের বাইরে হবে এবং সেখান থেকেই যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে বা হবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করা হবে। জার্মানির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড কোপেনহেগেনের ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জানান, ইতোমধ্যেই কিছু রাষ্ট্র এ বিষয়ে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। জার্মানি এই উদ্যোগে অন্যদের সঙ্গে যুক্ত হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড বলেন, ইইউ থেকে যাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে ফেরত পাঠানোর কাজটি তৃতীয় দেশের ফেরত কেন্দ্র থেকে আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
তবে এ জন্য প্রয়োজন হবে আবেদন প্রত্যাখাত নাগরিকদের নিজ নিজ দেশগুলোকে চুক্তির মাধ্যমে সম্পৃক্ত করা, যাতে ঐসব দেশ নিজের প্রত্যাখ্যাত নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হয়। তিনি বলেন, ইইউ ইতোমধ্যেই তিউনিসিয়া, মরক্কো ও মিসরের মতো উত্তর আফ্রিকান দেশগুলোর সঙ্গে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন চুক্তি করেছে। এর আওতায় এসব দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের নৌপথে যাত্রা রোধে সীমান্ত নজরদারি জোরদার করেছে এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। বিনিময়ে তারা ইইউর অর্থ সহায়তা পাচ্ছে।
তিনি বলেন, তবে ফেরত কেন্দ্র স্থাপন হবে আরেকটি বড় ধাপ এবং এর জন্য প্রয়োজন হবে আরও নতুন অংশীদার। কিন্তু এই অংশীদার খুঁজে পাওয়া সহজ নয়। প্রসঙ্গত, লিবিয়ার সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের ফেরত এবং আশ্রয়কেন্দ্র স্থাপন সংক্রান্ত আলোচনায় জন্য সম্প্রতি ইইউর একটি প্রতিনিধি দেশটিতে যেতে চেয়েছিল। কিন্তু প্রতিনিধি দলের সঙ্গে এমন আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় লিবিয়া।
ডেনমার্কের বৈঠকে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, তৃতীয় দেশ খোঁজা ও পাওয়া সহজ নয়, তবে এটি প্রয়োজনীয়। সত্যিকথা আমরা আমাদের প্রয়োজন মতো ভূগোল নির্বাচন করতে পারি না। তিনি অভিবাসনকে কেবল মানবিক নয় বরং বাণিজ্য, উন্নয়ন ও অন্যান্য সহযোগিতামূলক আলোচনার সঙ্গে যুক্ত করার পরামর্শ দেন।
ইইউ কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ইইউ সদস্য দেশগুলো যেন এমন দেশেও অভিবাসীদের ফেরত পাঠাতে পারে, যেখানে তাদের কোনো আত্মীয়স্বজন বা পূর্ব সম্পর্ক নেই। এর মাধ্যমে প্রত্যাখ্যাত শরণার্থীদের ফেরত পাঠানো আরও সহজ হবে। কেননা, সবাই তাদের পরিবারের কাছে যেতে চায়। কোপেনহেগেন বৈঠকে ইইউর অধিকাংশ স্বরাষ্ট্রমন্ত্রীই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এই কঠোর নীতির পক্ষে মত দিয়েছেন।
প্যানেল হু