ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

নৃশংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছেন নেতানিয়াহু: এরদোয়ান

প্রকাশিত: ০৪:১১, ২৪ জুলাই ২০২৫

নৃশংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছেন নেতানিয়াহু: এরদোয়ান

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় অনাহার, অপুষ্টি ও বোমাবর্ষণে একের পর এক প্রাণহানি ঘটছে। সর্বশেষ মঙ্গলবার একদিনে ছয় সপ্তাহ বয়সী এক নবজাতকসহ ১৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরুর পর অনাহারে মৃত্যু হয়েছে ১০১ জনের, যার মধ্যে ৮০ জনই শিশু।

গাজার পরিস্থিতিকে ‘মৃত্যু উপত্যকা’ হিসেবে বর্ণনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেব তাইয়েপ এরদোয়ান। আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘নৃশংসতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন। গাজায় গণহত্যা সম্পর্কে নীরবতা মানেই ওই অপরাধে জড়িয়ে পড়া।’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA)-এর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজায় সহায়তা কেন্দ্রেও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ চলছে। ‘খাবারের জন্য ফিলিস্তিনিদের ডেকে এনে গুলি করে হত্যা করা হচ্ছে। চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরাও এখন ক্লান্তি ও ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ছেন,’ বলেন তিনি।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাও সোমবার রামাল্লায় এক সংবাদ সম্মেলনে জানান, দুধের অভাবে শিশুরা মারা যাচ্ছে। বাজারে দুধ নেই, আর পেলেও একটি ছোট কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত গিয়ে ঠেকেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজায় প্রায় ৬ লাখ মানুষ অনাহার ও মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে ৬০ হাজারের বেশি নারী গর্ভবতী।

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন, ‘২৩ লাখ ফিলিস্তিনির ওপর যেভাবে বোমা, ক্ষুধা ও অপুষ্টির বর্বরতা চালানো হচ্ছে—তা ইতিহাসে নজিরবিহীন।’

এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস মঙ্গলবার পার্লামেন্টে গাজায় নিঃশর্ত, স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=vfcMzXSEmKo

রাকিব

আরো পড়ুন  

×