ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

তুলসী গ্যাবার্ডের দাবি

‘নির্বাচনের আগেই হিলারির মানসিক সমস্যা প্রসঙ্গে জানলেও তা প্রকাশ করেননি পুতিন’

প্রকাশিত: ০২:১০, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ০২:১১, ২৫ জুলাই ২০২৫

‘নির্বাচনের আগেই হিলারির মানসিক সমস্যা প্রসঙ্গে জানলেও তা প্রকাশ করেননি পুতিন’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে নানা বিতর্কের মধ্যেই এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর এক তথ্য। দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড দাবি করেছেন, নির্বাচনের কয়েক মাস আগেই হিলারি ক্লিনটনের গুরুতর মানসিক অসুস্থতা সম্পর্কে জানতে পেরেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তুলসী জানান, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিনিধি পরিষদের গোয়েন্দা–সংক্রান্ত কমিটির গোপন এক প্রতিবেদনের ভিত্তিতে তিনি এই তথ্য জানতে পেরেছেন। ওই প্রতিবেদনটিও তিনি প্রকাশ করেছেন। পাশাপাশি নিজের ৪৪ পৃষ্ঠার পর্যালোচনা প্রতিবেদনও যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন।

প্রকাশিত নথিতে বলা হয়েছে, হিলারি ক্লিনটন ‘মানসিক ও আবেগজনিত গুরুতর সমস্যায়’ ভুগছিলেন এবং নিয়মিত উচ্চমাত্রার স্নায়ু প্রশমনকারী ওষুধ গ্রহণ করতেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা তাঁর স্বাস্থ্য নিয়ে মারাত্মক উদ্বেগে ছিলেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর হিলারির শারীরিক ও মানসিক অবস্থার বিস্তারিত তথ্য ২০১৬ সালের সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যায়। এসব তথ্য আসে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ঘর থেকেই।

তুলসীর পর্যালোচনায় বলা হয়, হিলারির অনিয়ন্ত্রিত রাগ, মারমুখী আচরণ ও অতিরিক্ত উত্তেজনার বিষয়টি রুশ প্রেসিডেন্ট পুতিন জানতে পারলেও নির্বাচনের আগ মুহূর্তে তা প্রকাশ না করে অপেক্ষা করছিলেন নির্বাচনের ফলাফলের জন্য। হিলারি জয়ী হলে তখন বিষয়টি সামনে আনার পরিকল্পনা ছিল তাঁর।

উল্লেখ্য, শেষ পর্যন্ত সেই নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গোপন নথিতে আরও জানানো হয়েছে, হিলারির স্বাস্থ্য সমস্যার মধ্যে ছিল টাইপ-২ ডায়াবেটিস, ইস্কেমিক হার্ট ডিজিজ, ডিপ ভেইন থ্রম্বোসিস এবং দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ।

এছাড়া রাশিয়ার কাছে হিলারির প্রচার দলীয় একটি ই–মেইল নিয়েও তথ্য ছিল। সেখানে ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে জড়ানোর একটি অনুমোদিত কৌশল নিয়ে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, এটি ছিল হিলারির নিজস্ব ই–মেইল কেলেঙ্কারি থেকে জনমনোযোগ সরানোর একটি প্রচেষ্টা।

এ বিষয়ে জানতে হিলারির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

 

সূত্র: https://nypost.com/2025/07/23/world-news/vladimir-putin-kept-claims-hillary-clinton-had-physical-psycho-emotional-problems-under-wraps/

রাকিব

×