
ছবি: সংগৃহীত
রান্নাঘরে কাজ করার সময় কিংবা দুর্ঘটনাবশত আগুনে পুড়ে যাওয়ার ঘটনা আমাদের অনেকের জীবনে ঘটেছে বা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই তাড়াহুড়ো করে বরফ খোঁজেন। অনেকেই বিশ্বাস করেন, বরফ দিলে জ্বালা ও ব্যথা কমে যায়। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, এই অভ্যাস বিপদজনক—বরং বরফ দিলে ক্ষতি আরও বেড়ে যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগুনে পোড়া বা দগ্ধ হওয়া একটি গুরুতর বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর প্রায় ১.৮ লাখ মানুষ আগুনে পুড়ে মারা যান, যার বেশিরভাগই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে।
বাংলাদেশেও প্রতি বছর প্রায় ১ লাখ ৭৩ হাজার শিশু মাঝারি থেকে গুরুতরভাবে দগ্ধ হয়। তাদের মধ্যে অনেকেই অস্থায়ী বা স্থায়ী প্রতিবন্ধকতায় ভোগে। এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, কলম্বিয়া, মিশর ও পাকিস্তানের দগ্ধ শিশুদের মধ্যে ১৭% অস্থায়ী এবং ১৮% স্থায়ী প্রতিবন্ধকতায় আক্রান্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বড়দের শরীরের কমপক্ষে ১৫% এবং শিশুদের ১০% পোড়া হলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় ভুলভাবে প্রাথমিক চিকিৎসা দিলে ক্ষতি আরও বেড়ে যেতে পারে।
কেন বরফ দেওয়া উচিত নয়?
বরফ অতিরিক্ত ঠান্ডা হওয়ায় পোড়া জায়গায় দিলে রক্তনালী সংকুচিত হয়ে যায়, ফলে ক্ষত স্থানে রক্ত চলাচল কমে যায়। এতে টিস্যু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘কোল্ড-ইন্ডিউসড ইনজুরি’।
পোড়ার ফলে ত্বকের নিচের স্নায়ুগুলো অনেক সময় উন্মুক্ত ও সংবেদনশীল হয়ে পড়ে। অতিরিক্ত ঠান্ডায় এসব স্নায়ু আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কেউ কেউ বরফ ঘষে বা সরাসরি চামড়ায় লাগান—এতে চামড়ায় ফাটল দেখা দিতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে তোলে।
কী করবেন পোড়ার পর?
বিশেষজ্ঞদের মতে, আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে স্বাভাবিক তাপমাত্রার পানি (ঠান্ডা কিন্তু বরফ ঠান্ডা নয়) ১৫–২০ মিনিট ধরে আক্রান্ত স্থানে প্রবাহিত করতে হবে। এতে ব্যথা কমে, ত্বক ঠান্ডা হয় এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
পানি দিয়ে ধোয়ার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘বার্ন গাইডলাইনস’ এবং ব্রিটিশ বার্ন অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, বরফ, ঠান্ডা জেল বা অ্যালোভেরার মতো ঘরোয়া উপাদান লাগানো ঠিক নয়। ফেটে যাওয়া চামড়া টানা যাবে না এবং গুরুতর পোড়া হলে অবিলম্বে চিকিৎসা নিতে হবে।
আগুনে পোড়া একটি জরুরি অবস্থা। তাৎক্ষণিক ভুল সিদ্ধান্ত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ—বরফ নয়, ঠান্ডা পানি দিন। এটিই বিজ্ঞানসম্মত, নিরাপদ এবং কার্যকর পদ্ধতি।
সূত্র: https://www.youtube.com/watch?v=6eJsufE_wG8
রাকিব