ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহারে যুক্তরাজ্য-তুরস্ক চুক্তি

প্রকাশিত: ০০:৩৩, ২৪ জুলাই ২০২৫

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহারে যুক্তরাজ্য-তুরস্ক চুক্তি

ছবি: সংগৃহীত

অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ব্যবহারের অনুমতি পেল তুরস্ক। বুধবার এ বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে দেশটি। চুক্তিটি স্বাক্ষরিত হয় ইস্তাম্বুলে, যেখানে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, তুরস্ক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহারের অনুমোদন পেয়েছে এবং শিগগিরই এসব জেট সরবরাহ প্রক্রিয়া শুরু হবে। এর আগে তুরস্কের কাছে ৪০টি টাইফুন জেট বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি, যা ইউরোপীয় অংশীদারিত্বের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আধুনিকায়ন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ২০২৩ সাল থেকে এই যুদ্ধবিমান কেনার তৎপরতা চালিয়ে আসছে আঙ্কারা। বিশেষজ্ঞদের মতে, টাইফুন জেট পেলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত ও শক্তিশালী হবে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে তুরস্ক শুধু তার সামরিক শক্তিই বাড়াচ্ছে না, বরং পশ্চিমা মিত্রদের সঙ্গে কৌশলগত সম্পর্কও দৃঢ় করছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=l7jqIBFoHjc

রাকিব

×