ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ড্রোন হামলার পাল্টা জবাবে কিনঝালের শক্তি দেখালেন পুতিন

প্রকাশিত: ০৫:০২, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ০৫:৩০, ২৪ জুলাই ২০২৫

ড্রোন হামলার পাল্টা জবাবে কিনঝালের শক্তি দেখালেন পুতিন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দুঃসাহসিক ড্রোন হামলার জবাবে ভয়াবহ পাল্টা আঘাত হেনেছে রাশিয়া। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝাল’, দূরপাল্লার মিসাইল এবং শত শত ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক ঘাঁটি ও শিল্প স্থাপনাগুলোতে চালানো হয় একের পর এক হামলা। সোমবার রাতভর ইউক্রেনের আকাশজুড়ে ছিল বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই অভিযানে আকাশ, স্থল এবং সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র ব্যবহৃত হয়েছে। মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প ও বিমানঘাঁটি, যেখানে কিনঝাল হাইপারসোনিক মিসাইল ও শতাধিক ড্রোন মোতায়েন করা হয়। মন্ত্রণালয় দাবি করেছে, সকল নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাতভর চলা এই হামলায় ব্যবহৃত হয়েছে অন্তত ৪২০টি ড্রোন এবং ২০টির বেশি ক্ষেপণাস্ত্র। এতে এখন পর্যন্ত দুইজন নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিয়েভ, খারকিভ, ইভানো- ফ্র্যাঙ্কোবস্কিসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সুমি, কিরভোগ্রাদ, নিকোলায়েভ, পোল্টাভা এবং খেরসন অঞ্চলে বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, কিয়েভে বসবাসের অযোগ্য কিছু ভবন, একটি সুপারমার্কেট, একটি গুদামঘর এবং একটি জনমানবশূন্য কটেজ কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে রুশ কর্মকর্তাদের দাবি, তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র সামরিক ঘাঁটি ও অবকাঠামো। বেসামরিক স্থাপনায় তারা কখনও হামলা চালায় না বলেও দাবি করেছে মস্কো। রাশিয়ার মতে, এই পাল্টা হামলা ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণের জবাব, যেখানে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বসবাসযোগ্য ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়।

এর আগে শনিবার রাত ও রবিবার সকালে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালায়। রাশিয়া দাবি করে, তারা মোট ১৪২টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ২৭টি ধ্বংস হয়েছে মস্কো অঞ্চলে। ওই হামলার পরপরই শুরু হয় রুশ বাহিনীর পাল্টা প্রতিশোধ।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। পশ্চিমা দেশগুলো এই যুদ্ধে ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে আসছে। সম্প্রতি, যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট মিসাইল কিনে ইউক্রেনকে দিয়েছে জার্মানি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=csfgMhxsJqY

রাকিব

আরো পড়ুন  

×