ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হাতির পায়ে পিষ্ট হয়ে হাতিপ্রেমী মাল্টিমিলিয়নিয়ার সিইওর মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৪, ২৫ জুলাই ২০২৫

হাতির পায়ে পিষ্ট হয়ে হাতিপ্রেমী মাল্টিমিলিয়নিয়ার সিইওর মৃত্যু

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইকো-ট্যুরিজমের পরিচিত ব্যক্তিত্ব, ৩৯ বছর বয়সী ফ্রাঁসোয়া ক্রিস্টিয়ান কনরাডি হাতির পা পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) গন্ডওয়ানা প্রাইভেট গেম রিজার্ভে ভোর ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

দৈনিক দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ছয় টন ওজনের একটি হাতি তাকে তার শুঁড় ও দাঁত দিয়ে আঘাত করে এবং বারবার পা দিয়ে পিষ্ট করে। আশেপাশের রেঞ্জাররা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার কনরাডি কাইলিক্স গ্রুপ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মালিক ছিলেন। তিনি জীববিজ্ঞান, প্রাণী গবেষণা, বাণিজ্য ও মার্কেটিংয়ে সম্মানজনক ডিগ্রি অর্জন করেছিলেন। কর্মীরা তাকে ‘প্রকৃতি ও হাতির প্রতি গভীর ভালোবাসা ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা’ হিসেবে বর্ণনা করেছেন।

গন্ডওয়ানা গেম রিজার্ভের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘তিনি বস, তাই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল কিছু বলবে না, নাহলে তাদের কাজ থেকে বরখাস্ত করা হবে। তিনি হাতির প্রতি অত্যন্ত ভালোবাসা দেখাতেন এবং হাতির প্রতি গভীর বিশ্বাস ছিল, তবে মনে রাখতে হবে, তারা বন্য প্রাণী।

রিজার্ভ কর্তৃপক্ষ কনরাডিকে ‘একজন অনুপ্রেরণামূলক নেতা, নিবেদিত প্রেমিক স্বামী এবং তিন সন্তানের পিতা হিসেবে স্মরণ করেছে। তারা পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে অনুরোধ করেছে, এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হোক।

এই গেম রিজার্ভে বাঘ, জলহস্তী, গণ্ডার, চিতা এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলের হাতির বৃহত্তম ঝাঁক রয়েছে। পর্যটকদের জন্য এটি একটি প্রিয় স্থান, যেখানে প্রতি জোড়া রাতের টিকিটের দাম প্রায় ৯০০ পাউন্ড। দুর্ঘটনার সময় রিজার্ভ সম্পূর্ণ বুক ছিল।

এটি গত এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই রিজার্ভে এমন ভয়ানক হাতির আক্রমণ। ২০২৩ সালের মার্চে কর্মী ডেভিড ক্যান্ডেলা হাতির আক্রমণে নিহত হয়েছিলেন।

এই মর্মান্তিক ঘটনার পর গেম রিজার্ভগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাতির মতো বন্যপ্রাণীর সঙ্গে কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন, এমনকি অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রেও।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×