
ছবি: সংগৃহীত
ছয় দশকের বেশি সময় ধরে ভারতের আকাশ রক্ষার পর ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে সোভিয়েত আমলের আলোচিত মিগ-২১ যুদ্ধবিমান। দীর্ঘদিনের সেবা শেষে এবার স্থায়ী অবসরে যাচ্ছে এই সুপারসনিক ফাইটার জেট। আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর বহর থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে মিগ-২১ সিরিজ। এর স্থানে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৪.৫ জেনারেশনের তেজস এমকে-১ যুদ্ধবিমান।
১৯৬৩ সালে ভারতীয় বিমানবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হয় মিগ-২১। এটি ছিল ভারতের প্রথম সুপারসনিক ফাইটার জেট, যার মাধ্যমে গঠিত হয় দেশটির প্রথম সুপারসনিক স্কোয়াড্রন। একসময় এটি ভারতের আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা ছিল।
১৯৬৫ এবং ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে মিগ-২১। তবে যুদ্ধজয়ের পাশাপাশি দুর্ঘটনার কারণে বারবার সমালোচনায় এসেছে বিমানটি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মিগ-২১ সিরিজের ৫০০-র বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ পাইলট ও সাধারণ মানুষ। শুধু গত দেড় দশকেই দুর্ঘটনায় ভেঙে পড়েছে অন্তত ২০টি মিগ-২১।
সবশেষ ২০২৩ সালে রাজস্থানে দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় পুরো বহর। এর আগেই অবসরের ঘোষণা দেওয়া হয়েছিল, যা এখন বাস্তবায়নের পথে। সেপ্টেম্বরেই শেষবারের মতো ভারতের আকাশে ওড়ার কথা রয়েছে মডেলটির অবশিষ্ট ৩৬টি ফাইটার জেটের।
মিগ-২১ এর জায়গা নিচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ও উচ্চক্ষমতাসম্পন্ন তেজস এমকে-১। এটি ৪.৫ জেনারেশনের একটি লাইটওয়েট মাল্টিরোল ফাইটার জেট, যা ভারতীয় প্রতিরক্ষা শক্তিকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=VoSl-9512bg
রাকিব