ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ভারতে আল-কায়েদার সদস্য সন্দেহে ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ জুলাই ২০২৫

ভারতে আল-কায়েদার সদস্য সন্দেহে ৪ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার মতাদর্শ প্রচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)। এটিএস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে অন্য একটি রাজ্য থেকে ধরা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম মোহাম্মদ ফাইক, মোহাম্মদ ফারদীন, সেফউল্লাহ কুরেশি ও জিশান আলী।

এটিএস সূত্র জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সন্দেহজনক অ্যাপ ব্যবহার করে আল-কায়েদার চিন্তাভাবনা প্রচার করতো। যোগাযোগের কোনো চিহ্ন যাতে না থাকে, সেজন্য তারা এমন অ্যাপ ব্যবহার করতো যা স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলে। জাল মুদ্রা চক্র পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুজরাট এটিএসের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আল-কায়েদার সাথে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই এই সন্ত্রাসী গোষ্ঠীর সংস্পর্শে আসেন তারা। গুজরাট রাজ্যে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে অনুসন্ধানের সময় এই চারজন এটিএসের নজরে আসে। এটিএস তাদের ক্ষুদেবার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখছে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×