ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ইবির জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না 

সংগীত কুমার, কন্ট্রবিউটিং রিপোর্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৮:১৮, ২৪ জুলাই ২০২৫

ইবির জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না 

ইবির জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬ হল কালচারাল ক্লাব’-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টায় হল প্রভোস্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠনের ঘোষণা দেন হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল তামান্না।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন–সহ-সভাপতি শাপলা খাতুন ও রাফিয়া নাজনীন কথা, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন শিলা ও আফসানা পারভিন তিনা, সাংগঠনিক সম্পাদক রাইসা আমিন লস্কর, দপ্তর সম্পাদক রেজওয়ানা শহিদ বিথী, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, উপ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অদিতি ঢালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জেরিন আক্তার মিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মায়মুনা সুলতানা, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রা বিশ্বাস এবং কার্যনির্বাহী সদস্য তাজনিমা, তাসনিম ফেরদৌস শেফা, শারমিন আক্তার, রুমানা আক্তার, আকলিমা খাতুন ও বিদিথী শিকদার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, “হলের ছাত্রীদের সাংস্কৃতিক দক্ষতা বিকাশে আমরা সক্রিয়ভাবে কাজ করব। এই প্ল্যাটফর্মটি হবে সৃজনশীলতা, ঐক্য ও অংশগ্রহণের প্রতিচ্ছবি।”
সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে আরও প্রাণবন্ত ও গৌরবময় স্থানে পৌঁছাতে চাই।”

অনুষ্ঠানে হল প্রভোস্ট বলেন, “জুলাই ৩৬ হল ‘৫ আগস্ট’-এর আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক। এই হলের কালচারাল ক্লাব July 36-এর বার্তা ও আদর্শ দেশ-বিদেশে ছড়িয়ে দেবে এই প্রত্যাশা করি।”

তাসমিম

×