
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। ম্যাক্রোঁর এই ঘোষণা ইউরোপের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে ফ্রান্সকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তালিকায় নিয়ে এলো।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ম্যাক্রোঁর ঘোষণার নিন্দা জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, "এই ধরনের পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে এবং গাজার মতোই আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি তৈরি করে।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই পরিস্থিতিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার একটি লঞ্চপ্যাড হবে।"
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই পদক্ষেপকে "লজ্জাজনক এবং সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা প্রতিষ্ঠার অনুমতি দেব না যা আমাদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং ইসরায়েল ভূমির প্রতি আমাদের ঐতিহাসিক অধিকারকে ক্ষুন্ন করবে।"
ফারুক