ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার চেয়েও বেশি অপরাধী 

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ০৮:০৪, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ০৮:০৬, ২৬ জুলাই ২০২৫

বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার চেয়েও বেশি অপরাধী 

ছবি- দৈনিক জনকণ্ঠ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা দেশের জনগণের কাছে একটি গ্রহণযোগ্য পদ্ধতি ছিল। সেই ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনার চেয়েও বেশি অপরাধ করেছেন বিচারপতি খায়রুল হক। গণতন্ত্রকে হত্যা করতে এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন ওই বিচারপতি।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এতিমখানা কমপ্লেক্স মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের দাবিতে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু নির্বাচনের পর শেখ মুজিবুর রহমান বাকশাল করে স্বৈরশাসন কায়েম করেছে। তার কন্যাও পরপর তিনটি নির্বাচনে জনগণকে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়নি। বিভিন্ন জায়গাতে দিনের ভোট রাতে করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

সাবেক ওই প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন- অন্তর্বর্তী সরকার দায়িত্বের বাহিরে গিয়েও কিছু কিছু কাজ করার চেষ্টা করছেন। বিশেষ বিশেষ কয়েকটি দেশ তাদেরকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায়। আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের স্বীকৃতি আছে। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, পররাষ্ট্রনীতি এসব ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া এই সরকারের এখতিয়ার নেই। এদেশের মানুষ তাদের এই ম্যান্ডেট দেয় নাই। এই সরকারকে জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন না করে অন্য দায়িত্ব পালন করা মূল দায়িত্ব বরখেলাপ করার সামিল।

তিনি আরও বলেন- বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তৈরি করা। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে একটি নির্দলীয় সরকার গঠন করে তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই এই সরকার সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে প্রশাসন, বিচার এবং আইনি ব্যবস্থা যথাযথ ভাবে পরিচালনা করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।

কর্মী সমাবেশে ওয়ার্ড এলডিপি সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, এলডিপি নেতা এড. মজিবুর রহমান ভূইয়া লিটন, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, আলমগীর হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। 

নোভা

×