
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আদর্শ কর্মী ছাড়া সমাজে স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। দাওয়াহ, তাকওয়া ও নৈতিক চরিত্র হচ্ছে একজন কর্মীর প্রধান শক্তি। আমাদের আন্দোলনের মূল শক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল। তাই প্রতিটি নেতা-কর্মীকে আল্লাহর সাহায্যের ওপর ভরসা রেখে দ্বীন ও দুনিয়ার কল্যাণে কাজ করতে হবে। জনগণের দুঃখ-কষ্টকে উপলব্ধি করে, শান্তিপূর্ণ ও শালীন আচরণের মাধ্যমে ইসলামী আদর্শের সৌন্দর্য তুলে ধরতে হবে।
শনিবার (২৬ জুলাই) সকালে বগুড়ার শেরপুর হামছায়াপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে তিন দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে তিনি বলেন, এই নির্বাচন কেবল রাজনৈতিক পালাবদলের নয় বরং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি আরও বলেন, জনসম্পৃক্ততা ও জনগণের আস্থার ভিত্তিতেই আমাদের প্রচারণা পরিচালনা করতে হবে। নির্বাচনী মাঠে নেতিবাচক প্রচারের পরিবর্তে আমাদের নীতিনিষ্ঠতা, কর্মসূচি ও আদর্শের দিকগুলো সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
নেতারা প্রতিটি নির্বাচনী এলাকায় ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, স্থানীয় জনতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। কোনো উসকানিতে উত্তেজিত না হয়ে ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, যদি কেউ নির্বাচনী অনিয়ম, প্রহসনমূলক আচরণ বা প্রশাসনিক চাপ সৃষ্টি করে, তাহলে সে বিষয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ও সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের ব্যবস্থাপনায় ও উপজেলা আমীর দবিবুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে আলোচনা রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান, অধ্যাপক আ. বাছেদ, অ্যাডভোকেট আব্দুল হালিম, আব্দুল হাকিম, নাজমুল হক, রেজাউল করিম বাবলু, আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম, রফিকুল ইসলাম, ইফতেখার আলম, আ. ছাত্তার, আমিনুল ইসলাম, শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, মো. আব্দুল হক প্রমুখ।
ইমরান