ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ০৭:৩৮, ২৬ জুলাই ২০২৫

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত আনুমানিক ১২ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত নিহত কিশোরের পরিচয় মিলেনি।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে,  চট্টগ্রামমুখী ডাউন রেললাইনের উপর অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এক কিশোর মারা যায়। তার পরনে এ্যাশ রঙের ফুলপ্যান্ট, গোলাপি রঙের সেন্টু গেঞ্জি এবং নেভি ব্লু রঙের হাফহাতা গেঞ্জি পরা ছিলো। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৪’-৪” ইঞ্চি।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদ রানা বলেন, শুক্রবার স্থানীয়দের মাধ্যমে খবর পাই এক অজ্ঞাত কিশোর ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনাত আমাদের টিম সেখানে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে প্রেরণ করা হয়েছে। নিহত কিশোরের এখনও নাম পরিচয় পাওয়া যায়নি।

সাব্বির

×