ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, অতঃপর...

প্রকাশিত: ০৭:৫০, ২৬ জুলাই ২০২৫

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, অতঃপর...

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু

 তুরস্কের ইস্তাম্বুল থেকে সানফ্রান্সিসকো যাওয়ার পথে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিকাগোতে বিমানটি জরুরি অবতরণ করে।  তবে অভিযোগ উঠেছে, বিমানে মারা যাওয়া সে ব্যক্তির লাশ উধাও হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুল থেকে সানফ্রান্সিসকো যাওয়ার পথে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিকাগোতে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বর্তমানে ওই মরদেহের কোনো খোঁজ মিলছে না। গত ১৩ জুলাই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে সানফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। গ্রিনল্যান্ডের আকাশে থাকা অবস্থায় এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিমানটি আইসল্যান্ডে অবতরণের চিন্তা করা হয়। কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হয়ে ওই যাত্রীটি বিমানে মৃত্যুবরণ করেন। এরপর বিমানটি মার্কিন আকাশসীমায় শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, মরদেহটি শিকাগোর কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরের আওতায় পড়ার কথা। তবে সংস্থাটি জানিয়েছে, এমন কোনো মরদেহের রেকর্ড তাদের কাছে নেই।

টার্কিশ এয়ারলাইন্সের সানফ্রান্সিসকো স্টেশন ম্যানেজার নিশ্চিত করেছেন যে, ফ্লাইটের অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে, মৃত যাত্রীর মরদেহ বর্তমানে কোথায় আছে তা অনিশ্চিত।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখনো মৃত যাত্রীর পরিচয় বা মৃত্যুর কারণ প্রকাশ করেনি। তবে এটিকে একটি ‘মেডিকেল ইমারজেন্সি’ বলা হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শিকাগোতে অবতরণ করার পর যাত্রীর মরদেহ নামানো হয়েছে। সেখান থেকে মরদেহটি শিকাগোর কুক কাউন্টির মেডিকেল পরীক্ষকের অফিসে নেওয়ার কথা ছিল। তবে কোনো মরদেহ পাননি বলে জানিয়েছেন মেডিকেল পরীক্ষকের মুখপাত্র নাতালিয়া দেরেভানি।

দ্য ইন্ডিপেন্ডেন্ট 

তাসমিম

আরো পড়ুন  

×