ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সাদিক কায়েম

কত অশ্রু, কত কান্না, কত সন্তানহারা বাবার আর্তনাদের মাধ্যমে আজকের আজাদী

প্রকাশিত: ১০:০৭, ২৫ জুলাই ২০২৫

কত অশ্রু, কত কান্না, কত সন্তানহারা বাবার আর্তনাদের মাধ্যমে আজকের আজাদী

ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাদিক কায়েম সম্প্রতি প্রকাশিত হওয়া আল-জাজিরার ডকুমেন্টারি নিয়ে একটি আবেগঘন একটি মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, বাবার আদরের মেয়ে নাফিসা! একদিকে বিজয় উল্লাস অন্যদিকে বাবা হারালেন তার কলিজাটা। নাফিসার শহীদ হওয়ার পূর্বমুহূর্তের স্মৃতি আজ অশ্রুতে ভাসাচ্ছে পুরো দেশকে...। আল-জাজিরার ডকুমেন্টারিতে শেষ মুহূর্তে এসে নিজেকে ধরে রাখা বেশ কঠিন। কত অশ্রু, কত কান্না, কত সন্তানহারা বাবার আর্তনাদের মাধ্যমে আজকের আজাদী...।

আজ ২৫ জুলাই (শুক্রবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এসব কথা বলেন।

ফারুক

×