
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রতিপক্ষে এবার আকাশপথে আধিপত্য বিস্তারে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ইউরোফাইটার টাইফুনের পর এবার আসছে ‘দি টেমপেস্ট’—ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যা বাস্তব রূপ নিলে সরাসরি হুমকি হয়ে উঠতে পারে ভ্লাদিমির পুতিনের জন্য।
লন্ডন থেকে অনায়াসেই আঘাত হানতে সক্ষম এই ফাইটার জেটের বৈশিষ্ট্য এতটাই উন্নত যে, একে বলা হচ্ছে ‘সিক্স জেনারেশন ফ্ল্যাগশিপ ওয়েপন’। বিশ্লেষকদের মতে, এটি শুধু আগের যুদ্ধবিমানগুলোর বিকল্প নয়, বরং এক বিশাল লাফ প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে।
প্রায় ১৯ মিটার দৈর্ঘ্যের ‘দি টেমপেস্ট’ বহন করতে পারবে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দ্বিগুণ পরিমাণ বিস্ফোরক। এর বিশাল ফুয়েল ট্যাঙ্ক একটানা মিড-আটলান্টিক অঞ্চল পেরিয়ে রুশ ভূখণ্ডে পৌঁছানোর সক্ষমতা রাখে—যা আগের কোনো ব্রিটিশ ফাইটারের পক্ষে সম্ভব ছিল না।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই যুদ্ধবিমান থাকবে সম্পূর্ণ রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাসম্পন্ন। একই সঙ্গে এটি মাটিতে বা আকাশে থাকা অন্য ড্রোন বা যেকোনো আকাশযানের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করে একযোগে কাজ করতে পারবে। ফলে একটি সম্পূর্ণ যুদ্ধব্যবস্থা পরিচালনাও সম্ভব হবে ‘দি টেমপেস্ট’-এর মাধ্যমে।
যুক্তরাজ্যের পাশাপাশি ইতালি ও জাপান যৌথভাবে নির্মাণ করছে এই যুদ্ধযানটি। ২০৩৫ সালের মধ্যেই এটি যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ও তার মিত্রবাহিনীর সার্ভিসে যুক্ত হবে। ইউরোফাইটার টাইফুনের স্থলাভিষিক্ত হয়ে সমরভাণ্ডারে স্থায়ী জায়গা করে নেবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান।
‘দ্য টেমপেস্ট’ ইতিমধ্যেই সামরিক বিশেষজ্ঞদের আলোচনায় স্থান করে নিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি যুদ্ধবিমান নয়—বরং ভবিষ্যতের যুদ্ধপ্রযুক্তির প্রতীক, যা ইউরোপের আকাশ প্রতিরক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। পুতিনের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন মাথাব্যথার নাম।
সূত্র: https://www.youtube.com/watch?v=bZ0RJg5c0UM
রাকিব