ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপের তিন গোপন ফিচার, জানলে বদলে যাবে আপনার মেসেজিং অভিজ্ঞতা

প্রকাশিত: ০৭:৩৬, ২৪ জুলাই ২০২৫

হোয়াটসঅ্যাপের তিন গোপন ফিচার, জানলে বদলে যাবে আপনার মেসেজিং অভিজ্ঞতা

ছবি: প্রতীকী

বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর পছন্দের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিতই নতুন নতুন ফিচার চালু করছে। তবে অনেকেই জানেন নাএই জনপ্রিয় অ্যাপে এমন কিছু কার্যকর সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ করে তুলতে পারে।

ফেসবুকের মূল কোম্পানি মেটার মালিকানাধীন এই অ্যাপে এমন তিনটি ফিচার রয়েছে, যা অনেকের কাছেই এখনও অজানা রয়ে গেছে। নিচে তুলে ধরা হলো সেই ফিচারগুলো

ভয়েসে টাইপিং: শুধু বললেই লিখে দেবে!

অনেকেই জানেন, চ্যাট বক্সে থাকা মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস মেসেজ পাঠানো যায়। তবে কিবোর্ডে থাকা আরেকটি ছোট মাইক্রোফোন আইকনের কাজ জানেন না অনেকেই। এটি ব্যবহার করে টাইপ না করেও মেসেজ পাঠানো সম্ভব।

এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ভাষা সেটিংসে গিয়ে পছন্দসই ভাষা নির্বাচন করতে হবে। এরপর কিবোর্ডের মাইক্রোফোন চেপে কথা বললেই, সেই কথা অটোমেটিকভাবে টেক্সটে রূপান্তর হয়ে স্ক্রিনে দেখা যাবে। ফলে টাইপ করার ঝামেলা ছাড়াই দ্রুত মেসেজ পাঠানো যাবে।

কিবোর্ডেই স্ক্যানার: কাগজের লেখা পাঠান সরাসরি

আরো একটি চমকপ্রদ ফিচার হলোহোয়াটসঅ্যাপ কিবোর্ডে বিল্ট-ইন স্ক্যানার সুবিধা। এখন আর কাগজে লেখা ছবি তুলে পাঠানোর প্রয়োজন নেই।

মেসেজ বক্সে ট্যাপ করলে যেসব অপশন দেখা যায়, তার মধ্যেই রয়েছে অটোফিল অপশন। সেখানে ক্লিক করলেই কিবোর্ড রূপ নেবে একটি স্ক্যানারে। ফলে সহজেই কোনো কাগজে লেখা স্ক্যান করে সরাসরি পাঠানো যাবে টেক্সট ফরম্যাটে।

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট: শুনতে হবে না, পড়েই বুঝবেন

ভিড়ভাট্টা কিংবা জনসমাগমে হেডফোন ছাড়া ভয়েস মেসেজ শোনা অনেক সময় ঝামেলার হয়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ এনেছে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট’ ফিচার।

সেটিংসে গিয়ে এই অপশনটি অন করে নিলেই, প্রেরিত ভয়েস মেসেজগুলো অটোমেটিকভাবে লিখিত আকারে স্ক্রিনে ভেসে উঠবে। এতে করে শোনা ছাড়াই মেসেজ বুঝে নেওয়া যাবে।

ব্যবহার শুরু করতে যা করতে হবে

এই ফিচারগুলো ব্যবহারের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে।

হোয়াটসঅ্যাপের এসব আধুনিক ও স্মার্ট ফিচার ব্যবহার করে আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে যোগাযোগ করা সম্ভব। ব্যবহার করে দেখুন, পার্থক্য নিজেই বুঝে যাবেন!

 

সূত্র: https://novyny.live/en/tehnologii/three-hidden-whatsapp-features

রাকিব

আরো পড়ুন  

×