ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ঢাকার মাইলস্টোনে নিহতদের স্মরণে মালয়েশিয়ায় যুবদলের শোকসভা

আশরাফুল মামুন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মালয়েশিয়া

প্রকাশিত: ০৮:১১, ২৪ জুলাই ২০২৫

ঢাকার মাইলস্টোনে নিহতদের স্মরণে মালয়েশিয়ায় যুবদলের শোকসভা

ছবি: জনকণ্ঠ

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা করেছে মালয়েশিয়া জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুরে আমপাং পয়েন্ট কার্যালয়ে এ দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মালয়েশিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সভাপতিত্বে, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ এম জে আলম।
বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম বশির আলম, যুবদল নেতা মো. জসিম উদ্দিন, নুরে সিদ্দিকী সুমন, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, মাইলস্টোনে নিহত ও আহতদের সঠিক সংখ্যার তালিকা প্রকাশ এবং ভবিষ্যতে ঢাকার জনবহুল এলাকা এড়িয়ে প্রশিক্ষণ বিমান পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ কালাম, রফিক সরকার, শাহীন আলম, ইসমাইল আকন্দ, আমপাং যুবদলের মো. সবুজ, মো. আজাদ, মারুফ এলাহী, মো. কিবরিয়া, মো. সুমন, মো. সাদেক, মো. মিজান এবং স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

মুমু ২

×