
দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত 'নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া' কনসার্ট।
তবে এই কনসার্ট শুধু বিনোদনের জন্য নয়, এর সঙ্গে মিশে আছে মানবিকতার ছোঁয়া। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট ঘোষণা করেছে যে, এই কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে।
ফেসবুক পোস্টে আয়োজকরা লিখেছেন, "ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের ক্ষতির ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে।"
এই উদ্যোগ জেমসের ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 'নগরবাউল'-এর সুরের মূর্ছনায় ফিলাডেলফিয়া মাতবে, আর সেই সুরের মাধ্যমেই দুঃসময়ে পাশে দাঁড়ানোর এক সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হবে।
রাজু