ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

আবেগে ভেসে গেলাম’ - ‘সাঁইয়ারা’ নিয়ে শ্রদ্ধার মন্তব্যে নতুন প্রেমের ইঙ্গিত?

প্রকাশিত: ০১:৪৫, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ০১:৪৬, ২৪ জুলাই ২০২৫

আবেগে ভেসে গেলাম’ - ‘সাঁইয়ারা’ নিয়ে শ্রদ্ধার মন্তব্যে নতুন প্রেমের ইঙ্গিত?

বলিউডের অন্যতম মিষ্টি মুখ এবং প্রতিভাবান অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও খবরের শিরোনামে। 'আশিকি ২', 'হায়দার', 'স্ত্রী', 'ছিঁছোরে'-এর মতো অসংখ্য হিট ছবির মাধ্যমে তিনি বারবার প্রমাণ করেছেন যে, তিনি কেবল একজন তারকা কন্যা নন, বরং নিজের যোগ্যতায় একজন 'অ্যাচিভার'। এবার অবশ্য তার নতুন আলোচনার কারণ কাজ নয়, বরং প্রেমের গুঞ্জন।

রাহুলের সঙ্গে রোম্যান্সের হাওয়া বলিউডে
বি-টাউনে জোর গুঞ্জন চলছে যে, শ্রদ্ধা কাপুর নাকি প্রেমে পড়েছেন। তার মন জয় করেছেন লেখক ও সহকারী পরিচালক রাহুল মোদি। যদিও এই সম্পর্ক নিয়ে এখনো দুজনেই মুখে কুলুপ এঁটেছেন, তবে তাদের একসঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে। সম্প্রতি তারা পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন যখন তারা নতুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাঁইয়ারা’ দেখতে গিয়েছিলেন।

ছবির প্রিমিয়ারে শ্রদ্ধা ছিলেন জিন্স আর ক্রপ টপে, পাশে রাহুল একেবারে সাদামাঠা পোশাকে। কিন্তু তাদের চোখে-মুখে ছিল এক স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, একরকম নির্ভার প্রেমের ছোঁয়া, যা ফ্রেম ভেদ করে দর্শকদের মনেও ছড়িয়ে পড়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার ঝড় উঠেছে। কেউ ভালোবাসায় ভেসেছেন, কেউ আবার সরাসরি প্রশ্ন করেছেন—"কবে বিয়ে করছেন শ্রদ্ধা ও রাহুল?"

'সাঁইয়ারা'র প্রশংসায় শ্রদ্ধার আবেগঘন পোস্ট
'সাঁইয়ারা' ছবি দেখে শ্রদ্ধার প্রতিক্রিয়াও ছিল একেবারে হৃদয়স্পর্শী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "অনেকদিন পরে এভাবে আবেগে ভেসে গেলাম। এই অনুভূতির জন্য আমি এই সিনেমা পাঁচবার দেখতে রাজি।" তার এই মন্তব্য থেকে সহজেই বোঝা যায়, ছবিটি তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে—যেমনটা হয়তো তার ব্যক্তিগত জীবনেও কিছু আবেগ জায়গা করে নিচ্ছে। এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে বলিউডে শিগগিরই আরেকটি নতুন তারকা জুটির আত্মপ্রকাশ ঘটতে চলেছে।

 

রাজু

×