
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের বিস্ফোরক অভিযোগ এনেছেন। এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, তাকে তার নিজ বাড়িতেই হয়রানি করা হচ্ছে এবং তার জীবন সুশান্ত সিং রাজপুতের মতো শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে।
মঙ্গলবার রাতে একটি রিল ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, “আমাকে আমার নিজের বাড়িতেই হয়রানি করা হচ্ছে। আমি পুলিশ ডেকেছিলাম। তারা এসে বলেছে থানায় গিয়ে অভিযোগ দিতে। হয়তো কাল অথবা পরশু যাবো। আমি খুব অসুস্থ। গত ৪-৫ বছর ধরে আমাকে মানসিকভাবে পিষে ফেলা হয়েছে।”
তিনি আরও জানান, “আমার স্বাস্থ্যের অবস্থা খারাপ। কাজ করতে পারছি না। বাসা এলোমেলো হয়ে গেছে। কাজের লোক পর্যন্ত রাখতে পারছি না, কারণ ওরাই লোক লাগিয়েছে আমার বাড়িতে। তারা জিনিসপত্র চুরি করেছে। এখন সব কাজ আমাকে করতে হয়। কেউ আমাকে সাহায্য করুন।”
‘বলিউড মাফিয়া’ জড়িত বলে অভিযোগ
পরবর্তীতে নিউজ১৮ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী আরও বলেন, “যেভাবে সুশান্ত সিং রাজপুতকে মেরে ফেলা হয়েছিল, তেমনভাবেই আমাকেও খুনের চেষ্টা চলছে।” তিনি সরাসরি “বলিউড মাফিয়া গ্যাং” নাম উল্লেখ করে বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন আমাকে নিরাপত্তা দেওয়া হয়। এই মাফিয়া চক্র খুব বড় এবং ভয়ংকর। আমি প্রাণভয়ে ভুগছি, যেমনটা সুশান্ত ভুগেছিল।”
তিনি জানান, “আমাকে ফলো করা হচ্ছে। হেনস্তা করা হচ্ছে। আমার বাড়িতে গুপ্তচর হিসেবে কাজের মহিলা লাগানো হয়েছিল। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি যেন এই ঘটনাকে আমার পুরনো মামলার পুনরাবৃত্তি হিসেবে না দেখে নতুন দৃষ্টিভঙ্গি থেকে তদন্ত করা হয়।”
‘পুরনো মামলা নয়, এখনকার ঘটনা নিয়েই ব্যবস্থা চাই’
তনুশ্রী আরও স্পষ্ট করে বলেন, “আমি মি-টু মামলা আবার খোলার চেষ্টা করছি না। আমি শুধু চাই, এই নতুন হুমকিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। নানাপাটেকারের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই আমাকে ফলো করা হচ্ছে। আমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, তনুশ্রী দত্ত ২০১৮ সালে বলিউডে ‘#MeToo’ আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যখন তিনি অভিনেতা নানাপাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। এরপর থেকেই তিনি বারবার বলিউড মাফিয়ার চক্রান্ত ও হুমকির অভিযোগ করে আসছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
রাকিব