ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

প্রাঙ্গণেমোরের নাটক ‘টিনের তলোয়ার’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ২৪ জুলাই ২০২৫

প্রাঙ্গণেমোরের নাটক ‘টিনের তলোয়ার’

‘টিনের তলোয়ার’

উৎপল দত্তের দর্শকপ্রিয় নাটক ‘টিনের তলোয়ার’। ১৯৭১ সালে প্রথমবার কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকের প্রেক্ষাপট ১৮৭৬ সাল। দ্য গ্রেট বেঙ্গল অপেরা নামের একটি যাত্রাদলকে ঘিরে এর কাহিনী আবর্তিত। নানা রঙ্গরসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নাটকটির মূল সুর ব্রিটিশ শাসনের প্রতিবাদ। বিখ্যাত এই নাটকটি মঞ্চে এনেছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। 
এটি দলের ১৭তম প্রযোজনা। ‘টিনের তলোয়ার’ নাটকের নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকটি। নির্দেশক অনন্ত হিরা বলেন, টিনের তলোয়ার দিয়ে উৎপল দত্ত ব্রিটিশ শাসন, নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন। টিনের তলোয়ার বলতে উৎপল দত্ত ওনার অস্ত্র অর্থাৎ থিয়েটারকে বুঝিয়েছেন। তিনি থিয়েটার নিয়ে সারাজীবন লড়াই করেছেন। তখনকার সময়ে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুথে দাঁড়ানোর জন্য অস্ত্র হিসেবেই থিয়েটারকে বেছে নিয়েছিলেন।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠান্ডু রায়হান, সংগীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ ও পোস্টার চারু পিন্টু।

প্যানেল হু

×