
মোশাররফ করিম সহ অনেকে
অভিনেতা ও নির্মাতা শামীম জামান এবার নিয়ে আসছেন নতুন ধারাবাহিক ‘শাদী মোবারক’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। এটি মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পঁাঁচদিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতু’সহ অনেকে।
এরই মধ্যে নাটকটির তৃতীয় লটের শূটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। শামীম জামান বলেন, আমি সব সময়ই জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। ‘শাদী মোবারক’ নাটকটিও ঠিক তাই। যে নাটকে মোশাররফ থাকে সে নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহও থাকে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি নাটকটি প্রচারে এলে শুরুতেই দর্শকের ভালো লাগার একটি নাটক হয়ে উঠবে।
নাটকটি প্রযোজনা করেছেন অনন্য ইমন। শামীম জামান জানান এখন পর্যন্ত নাটকটি ৭৮ পর্ব পর্যন্ত নির্মিত হয়েছে। প্রযোজক অনন্য ইমন বলেন, বিশাল ক্যানভাসের এই নাটকটি প্রযোজনা করেছি শুধুমাত্র দর্শকের কথা ভেবে। দর্শককে আমিও একটি পারিবারিক গল্পের নাটক উপহার দিচ্ছি, এটাই আমার ভালোলাগা।
প্যানেল হু