ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

গানের প্রশংসায় ভাসছেন দোলা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ২৪ জুলাই ২০২৫

গানের প্রশংসায় ভাসছেন দোলা

অদিতি রহমান দোলা

এ সময়ের একজন জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি রহমান দোলা। ‘বরবাদ’ সিনেমার ‘চঁাঁদ মামা’ কিংবা ‘মুক্তি’ সিনেমার ‘আগুনের গান গাই’, ‘অমানুষ’ ওয়েব ফিল্মের ‘রাধা’, মাহতিম সাকিবের সঙ্গে গাওয়া ‘অনুভবে’সহ আরও কিছু গান তাকে পরিচয় করিয়ে দিয়েছে সংগীতপ্রেমীদের মাঝে। সম্প্রতি তার প্রকাশ হওয়া নতুন একক গান ‘অপেক্ষা’ আরও একবার শ্রোতার ভালো লাগার তালিকায় যুক্ত হয়েছে এরই মধ্যে। দোলা বলেন, আমি একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি নিজের বেলায়। যে কারণে ‘চঁাঁদ মামা’র মতো একটা জমজমাট নাচের গানের পর আমি আর ওই ধঁাঁচের আরেকটি গান এখনই করতে চাইনি।

আমার ‘অপেক্ষা’ গানটি সফট মেলোডিয়াস একটি গান, তবে এর মাঝেও ক্লাসিক্যাল মিউজিকের আমেজ রয়েছে। গানটির সুর, সংগীতায়োজন করেছেন দেশের অন্যতম মেধাবী, প্রশংসিত সংগীত পরিচালক অদিত রহমান। এর কথা লিখেছেন র‌্যাপার তৌফিক আহমেদ ও রাকিব হাসান রাহুল। গানটা ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগার একটি গান। গানটি প্রকাশ হওয়ার পর আমি শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি সত্যিকার অর্থেই মুগ্ধ। কারণ তাদের এই ভালোবাসা থেকে আমি বুঝেছি ভালো গানের শ্রোতার অভাব হয় না কখনোই। একটু পৌঁছাতে হয়তো সময় লাগে, কিন্তু শ্রোতারা ঠিকই ভালো গান খুঁজে বের করেন।
দোলা জানালেন, সম্প্রতি তানজিন তিশা অভিনীত একে পরাগের একটি ওয়েব ফিল্মের গান করেছি। এটি বাংলা ও হাজং ভাষার মিশ্রিত একটি গান। এর কথা ও সুর অনিমেষ রায়ের। সংগীত করেছেন ইশতি। এ ছাড়া কিছু গান করেছি, যেগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

প্যানেল হু

×