ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম

প্রকাশিত: ০১:১০, ২৪ জুলাই ২০২৫

ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্ববহ পোস্টে অনলাইন ট্রায়াল ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছেন। তিনি লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়।”

পোস্টে তিনি ইঙ্গিত দেন যে, অনেক সময় শৈশব থেকেই ট্রমা শুরু হয় এবং একটি মাত্র ঘটনা কারও জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তিনি উল্লেখ করেন, আজকের দিনে কোনো একটি ভুল বা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পুরো সমাজের সামনে চলে আসে। এমন পরিস্থিতিতে সমাজের প্রতিটি ব্যক্তি যেন একজন বিচারকের ভূমিকা নেয়, যা একজন মানুষের পক্ষে আগের মতো জীবন যাপন করা কঠিন করে তোলে।

ফারিয়া আরও বলেন, এই অনলাইন ট্রায়াল কেবল একজন ব্যক্তিকেই নয়, তার পুরো পরিবারকে গভীর মানসিক আঘাতের মুখে ফেলে দেয়।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে অনলাইন ট্রায়ালের বিরূপ প্রভাব নিয়ে নিজের মত শেয়ার করেছেন।

Jahan

×