
তিনি বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর এবং তারকা ভিকি কৌশলের বাবা, শ্যাম কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন, যা কোনো সিনেমার অ্যাকশন দৃশ্যের চেয়েও বেশি নাটকীয় ও মর্মস্পর্শী। এটি ছিল একাকী ও প্রাণঘাতী যুদ্ধের দলিল।
একসময় শ্যাম কৌশল এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যেখানে ডাক্তাররা জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সেই মানসিক ধাক্কায় ভেঙে পড়ে শ্যাম কৌশল এমন একটি সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, যা শুনলে শিউরে উঠতে হয়— তিনি ভেবেছিলেন হাসপাতালের তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন!
"যখন মরতেই হবে, তখন এখনই ঝাঁপ দিই না কেন?"
২০০৩ সালে একটি অপারেশনের পর নিজের শরীরে বাসা বাঁধা ক্যানসারের খবর পান শ্যাম কৌশল। তিনি জানান, সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়।
তার কথায়, "ডাক্তাররা সন্ধ্যেবেলা খবরটা দিলেন। রাতে আমি ভাবছিলাম, যখন মরতেই হবে, তখন এখনই ঝাঁপ দিই না কেন? কিন্তু অস্ত্রোপচারের যন্ত্রণায় আমি নিজেকে নড়াতে পারছিলাম না। তাই সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারিনি।"
হাসপাতালের ঘরের নিঃসঙ্গ নির্জনতায় তিনি মনে মনে প্রার্থনা করে চলেছিলেন, "ভগবান, আমাকে এখানেই নিয়ে যাও..."। তিনি চেয়েছিলেন, ঈশ্বর যেন তার প্রাণ সেখানেই নিয়ে নেন। কারণ তিনি মনে করতেন, "জীবনটা ভালোই কাটিয়েছি, এবার শেষ হোক।"
"সেই অভিজ্ঞতা আমার জীবনটাই পাল্টে দিয়েছে"
কিন্তু পরে সেই রাতে নিজেই নিজেকে বোঝান, মৃত্যুর ভয় নয়, আশার আলোয় এগিয়ে যেতে হবে। পরদিন সকালে তিনি যেন নতুন মানুষ হিসেবে জেগে ওঠেন। শ্যামের কথায়, "মনে হলো, এই তো কয়েকটা অপারেশন... ঠিক হয়ে যাব। এরপর থেকেই আমার মানসিকতা বদলে গেল।"
এরপর এক বছরের মধ্যে একাধিক পরীক্ষা ও অস্ত্রোপচার হয় তার। সৌভাগ্যক্রমে, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েনি। শ্যাম কৌশল বলেন, "ভগবানকে বলেছিলাম, আর ১০টা বছর দাও। আজ ২২ বছর পেরিয়ে গিয়েছে। সেই অভিজ্ঞতা আমার জীবনটাই পাল্টে দিয়েছে।" এই ঘটনা দেখিয়ে দিল, জীবন কতটা মূল্যবান এবং ইচ্ছাশক্তি কীভাবে মৃত্যুকেও হার মানাতে পারে।
রাজু