
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্তের বর্তমান অবস্থা শুনলে যে কেউ শিউরে উঠবেন। ২০১৮ সাল থেকে তিনি নিজের বাড়িতেই একরকম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবার সেই নীরব যন্ত্রণা আর চেপে রাখতে পারলেন না এই অভিনেত্রী। চোখের জল ফেলতে ফেলতে একটি ভিডিও করে সামাজিক মাধ্যমে জানালেন নিজের উপর হওয়া লাগাতার অত্যাচারের কথা। তিনি বলেন, "নিজের বাড়িতেই আমি নিরাপদ নই। কেউ যেন আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। মানসিকভাবে আর সহ্য করতে পারছি না...
তনুশ্রী তার ভিডিওতে বলেন, "কয়েক বছর ধরে আমি নিজের বাড়িতেই ভয়ংকরভাবে হয়রানির শিকার। প্রচুর জিনিস চুরি হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, বাইরে থেকে প্রায়ই দরজায় আঘাত করা হয়। আমি অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে আর সহ্য করতে পারছি না।" তিনি জানান, এতদিন একাই এসব সামলানোর চেষ্টা করলেও এখন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
অসুস্থ তনুশ্রীকে দেখে অবাক ভক্তরা
ভিডিওতে তনুশ্রীকে দেখে তার অনুরাগীরা অবাক। একসময়ের ঝলমলে চেহারার এই অভিনেত্রীকে যেন চেনাই যায় না— ওজন অনেকটাই বেড়ে গিয়েছে, চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। জানা যাচ্ছে, মানসিক চাপে ভুগতে ভুগতেই তার এই অবস্থা। তনুশ্রী নিজেই বলেছেন, "কোনো কাজ মন দিয়ে করতে পারছি না, শরীর ভেঙে পড়েছে।"
এই ঘটনা বলিউডে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তনুশ্রী দত্তের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছে।
রাজু