ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

নিখোঁজ শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন, মুখ খুললেন প্রিন্স মাহমুদ: অভিভাবকরাও কি গুম?

প্রকাশিত: ১৯:৫৯, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৪, ২৩ জুলাই ২০২৫

নিখোঁজ শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন, মুখ খুললেন প্রিন্স মাহমুদ: অভিভাবকরাও কি গুম?

নিখোঁজ শিক্ষার্থীদের ঘিরে জনমনে উদ্বেগ ও অস্পষ্টতার মধ্যে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তথাকথিত 'লাশ গুম' বিতর্ক নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ এক ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লিখেছেন, "যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?" তার এই মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দিয়েছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স মাহমুদ বলেন, "বিমান দুর্ঘটনার প্রথম দিন কিছুটা সমন্বয়হীনতা ছিল। প্রথমে হয়তো ঘটনার ভয়াবহতা সবাই উপলব্ধি করতে পারেননি। এমন ঘটনায় হয়তো সবাই হতভম্ব হয়ে গেছেন; কিন্তু গতকাল তো মৃত, আহতসহ সবার হিসাব তো দেওয়া যেত। আমার কাছে মনে হয়েছে, সমন্বয়হীনতা রয়েই গেছে।"

তিনি আরও যোগ করেন, "যে ঘটনা ঘটেছে, এ নিয়ে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করবে - এটাই স্বাভাবিক। আবার এটাকে ঠিকঠাকভাবে মোকাবিলা করাটাও রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আমি সে কারণে দুর্ঘটনায় আহত ও নিহত সবার তালিকা ঠিকঠাকভাবে দিতে বলেছি।"

প্রিন্স মাহমুদের এই বক্তব্য নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং কর্তৃপক্ষের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিকে আরও জোরালো করেছে।

 

রাজু

আরো পড়ুন  

×