ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে গণধোলাইয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৪:৪০, ২৩ জুলাই ২০২৫

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে গণধোলাইয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে গণধোলাইয়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ডেমরা শাপলা চত্বর এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ওই যুবক একটি নির্মাণাধীন ভবনে চুরি করতে গিয়েছিল। তখন স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আটক করে। এক পর্যায়ে জনগণ গণধোলাই দেয় তাকে। 

তিনি জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আবির

×