ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভারতের বিমান দুর্ঘটনায় স্বজন দের কাছে ভুল মরদেহ হস্তান্তর, ক্ষুদ্ধ স্বজনরা

প্রকাশিত: ২০:০০, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:০০, ২৩ জুলাই ২০২৫

ভারতের বিমান দুর্ঘটনায় স্বজন দের কাছে ভুল মরদেহ হস্তান্তর,  ক্ষুদ্ধ স্বজনরা

ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন ছাড়া সবাই নিহত হন। নিহতদের মধ্যে ৫২ জন ছিলেন ব্রিটিশ নাগরিক। দুর্ঘটনার পর ১২টি মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়। তবে এসব মরদেহের মধ্যে কিছু ভুলভাবে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

 

নিহত ব্রিটিশদের পরিবারদের প্রতিনিধিত্ব করা আইনজীবী জেমস হিলি প্র্যাট জানিয়েছেন, এমন ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পরিবারগুলো।


ভয়াবহ বিষয় হলো, এক পরিবার তাদের প্রিয়জনকে চিরবিদায় জানানোর সব প্রস্তুতি নিয়েছিল। এর আগ মুহূর্তে তারা জানতে পারেন, কফিনটিতে যে মরদেহ রয়েছে, সেটি আসলে তাদের প্রিয়জনের নয়। এরপর তারা অন্তোষ্টিটিক্রয়ার অনুষ্ঠান বাতিল করেন।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আরেক ঘটনায় একই কফিনে দুজনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এতে করে ওই পরিবারকে ভোগান্তিতে পড়তে হয়। তারা তাদের আত্মীয়ের মরদেহ থেকে আরেকজনের দেহাবশেষ আলাদা করে এরপর সেটি সমাহিত করেন।

বিমান দুর্ঘটনায় নিহত ব্রিটিশদের মরদেহ আসার পর সেগুলোর ডিএনএ যাচাই করেন লন্ডনের চিকিৎসক ফিয়োনা উইলকোক্স। এরপর তিনি সেগুলোর কয়েকটিতে অসঙ্গতি খুঁজে পান।

ভারতে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ১২ জনের মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। অনেকের মরদেহ ভারতেই সমাহিত অথবা দাহ করা হয়েছে।

 

 

 

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি ১২ জুন বেলা দেড়টার দিকে লন্ডনের উদ্দেশে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি শহরের মেঘানিনগর এলাকায় বি জে মেডিকেল কলেজের আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। এ সময় ২৪২ জন যাত্রী ও ক্রুর মধ্যে মাত্র ১ জন বেঁচে যান।

সরকারি সূত্র বলছে, আহমেদাবাদের সরকারি সিভিল হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এর সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোনো সম্পর্ক ছিল না। মরদেহের কফিনগুলো এয়ার ইন্ডিয়ার কার্গোতে আন্তর্জাতিক জরুরি পরিষেবা সংস্থা কেনিয়নের মাধ্যমে যুক্তরাজ্যে পাঠানো হয়।

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে মরদেহ অদলবদল হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি তারা।

ছামিয়া

×