
ফেসবুক
অনেকেই নিজের জন্মতারিখ, বাসস্থান, বৈবাহিক অবস্থা বা বন্ধুবান্ধবের তালিকা ফেসবুকের প্রোফাইলে যুক্ত করেন—যা হ্যাকার, স্প্যামার বা প্রতারকদের হাতে গেলে বড় বিপদ ডেকে আনতে পারে।
ভাগ্য ভালো যে, ফেসবুকে রয়েছে একাধিক সেটিংস, যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে নিজের প্রোফাইলকে অনেকটাই গোপন রাখা যায়। নিচে সহজভাবে জানানো হলো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট প্রাইভেট করবেন।
চলুন প্রথমেই জেনে নিই ফেসবুকের প্রাইভেসি অপশনগুলো কী কী
ফেসবুকে আপনি বিভিন্ন পোস্ট, ছবি, প্রোফাইল তথ্য কারা দেখতে পাবে তা নির্ধারণ করতে পারেন। অপশনগুলো হলো:
পাবলিক: সবার জন্য উন্মুক্ত। ফেসবুকে না থাকলেও যে কেউ দেখতে পারবে।
বন্ধুরা: শুধু আপনার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিরা দেখতে পারবে।
কিছু বন্ধু বাদ দিয়ে: নির্দিষ্ট কিছু বন্ধুকে ছাড়া বাকিরা দেখতে পারবে।
নির্দিষ্ট বন্ধু: শুধু নির্বাচিত কিছু বন্ধু দেখতে পারবে।
শুধু আমি: শুধু আপনি দেখতে পারবেন। কারও সঙ্গে শেয়ার হবে না।
সর্বোচ্চ প্রাইভেসি চাইলে সব জায়গায় ‘শুধু আমি’ অপশন বেছে নিন।
ফেসবুক প্রাইভেট করবেন কীভাবে?
ওয়েব ব্রাউজারে
১. প্রোফাইল ছবিতে ক্লিক করুন (উপরের ডান কোণ)।
২. সেটিংস ও প্রাইভেসি অপশনে যান, তারপর সেটিংস-এ ক্লিক করুন।
৩. বাম পাশে প্রাইভেসি মেনুতে ক্লিক করুন।
তথ্য রিডার্স ডাইজেস্ট।
তাসমিম