ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

গোপনে চালু আপনার ফোনের ক্যামেরা? আপনি যা ভাবছেন, আসল সত্য তার চেয়েও ভয়ানক!

প্রকাশিত: ১৭:১৭, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:১৭, ২৩ জুলাই ২০২৫

গোপনে চালু আপনার ফোনের ক্যামেরা? আপনি যা ভাবছেন, আসল সত্য তার চেয়েও ভয়ানক!

ছবি: সংগৃহীত

আপনার হাতে থাকা স্মার্টফোনই কি আপনার ওপর নজর রাখছে? সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে এক ভয়ংকর বার্তা দেওয়া হয়েছে, যেখানে তারা জানায়—ফোনে থাকা কিছু নির্দিষ্ট অ্যাপ এবং অপশন আপনার কথাবার্তা, অবস্থান এবং ব্যবহার প্যাটার্ন গোপনে সংগ্রহ করতে পারে।

স্যামসাংয়ের নতুন One UI 8 আপডেটে ব্যবহারকারীদের ডিজিটাল গোপনীয়তা নিয়ে বড় কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ফোনে চালু থাকা ‘মাই অ্যাক্টিভিটি’ বা অন্যান্য ট্র্যাকিং অপশন যেভাবে তথ্য সংগ্রহ করে, তা অনেকেরই জানা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, আপনি কোন অ্যাপ কত সময় ব্যবহার করছেন, কার সঙ্গে ফোন বা ভিডিও কল করছেন, কোথায় যাচ্ছেন—এই সব কিছুই আজকাল ফোনের মাধ্যমে রেকর্ড হয়ে যাচ্ছে। এমনকি ফোনের লোকেশন, ক্যামেরা বা মাইক্রোফোনও চুপিচুপি চালু থাকতে পারে।

স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে—ব্যবহারকারীরা যেন ‘গোপনীয়তা ড্যাশবোর্ড’ নিয়মিত চেক করেন এবং অনিরাপদ অ্যাপগুলোর অনুমতি বন্ধ করে দেন।

এখন প্রশ্ন হলো—আপনার ফোন কি শুধুই যোগাযোগের মাধ্যম, না কি আপনার প্রতিটি মুহূর্তের 'গুপ্তচর'?

আবির

×