
ছবি: সংগৃহীত।
যদি আপনি এই বার্তাটি পান -“এই অ্যাকাউন্টটি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না”, তাহলে সম্ভবত আপনার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ কর্তৃক সাময়িক বা স্থায়ীভাবে নিষিদ্ধ (banned) হয়েছে। নিচে এর কারণ ও সমাধানের উপায় দেওয়া হলো:
সম্ভাব্য কারণসমূহ:
1. হোয়াটসঅ্যাপের নীতিমালা ভঙ্গ — যেমন স্প্যামিং, ভুয়া তথ্য ছড়ানো, হুমকি দেওয়া, বা আপত্তিকর কনটেন্ট শেয়ার।
2. অননুমোদিত অ্যাপ ব্যবহার — যেমন GBWhatsApp, YoWhatsApp ইত্যাদি।
3. অনেকবার রিপোর্ট হওয়া — অন্য ব্যবহারকারীরা আপনাকে রিপোর্ট করলে।
4. সন্দেহজনক কার্যক্রম — বারবার OTP চাওয়া, অস্বাভাবিক বার্তা পাঠানো ইত্যাদি।
সমাধানের উপায়:
1. হোয়াটসঅ্যাপে পুনরায় প্রবেশের চেষ্টা করুন:
অ্যাপটি খুলে দেখুন কোনও “Contact Support” বা “Request a Review” অপশন আসছে কি না।
সেখানে ক্লিক করে আপনার বক্তব্য দিন — “আমি মনে করি আমার অ্যাকাউন্ট ভুলবশত নিষিদ্ধ করা হয়েছে”।
2. ইমেইলের মাধ্যমে যোগাযোগ:
হোয়াটসঅ্যাপ সাপোর্টকে ইমেইল করুন:
[[email protected]](mailto:[email protected])
ইমেইলে এই তথ্যগুলো দিন:
আপনার ফোন নম্বর (দেশ কোডসহ, যেমন: +8801XXXXXXXXX)
কোন মেসেজ দেখতে পাচ্ছেন
আপনি কেন মনে করেন এটি ভুল
ইমেইলের নমুনা:
Subject: My WhatsApp Account Has Been Banned
Dear WhatsApp Support,
My number +8801XXXXXXXXX has been banned and I can no longer access WhatsApp. I believe this might be a mistake. Kindly review my account.
Thank you.
3. অফিসিয়াল হেল্প পেজে যান:
[https://www.whatsapp.com/contact](https://www.whatsapp.com/contact)
অননুমোদিত অ্যাপ ব্যবহার করলে দ্রুত মূল হোয়াটসঅ্যাপে ফিরে আসুন। বারবার নিষেধাজ্ঞা এলে স্থায়ীভাবে ব্যান হতে পারেন।
মিরাজ খান