ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ভোলার ১৮ জন জেলে ও ট্রলার উদ্ধার করলো নৌবাহিনী

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৯:২৫, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২৫, ২৩ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ভোলার ১৮ জন জেলে ও ট্রলার উদ্ধার করলো নৌবাহিনী

ছবি- দৈনিক জনকণ্ঠ

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা ‘হাবিবা’ নামক ভোলার একটি মাছ ধরার ট্রলারের বিপদগ্রস্থ ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

নৌবাহিনী জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলো ।

নৌবাহিনী আরো জানান,  মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) নৌবাহিনী যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী হতে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুজে পায়। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করতে থাকে। এ সময় নৌবাহিনীর নিকট সন্দেহজনক হওয়ায় জাহাজটি বিপদগ্রস্ত ট্রলারের কাছে ছুটে যায়। 

ট্রলারটির নিকট পৌঁছানোর পর বিকল ট্রলারের মাঝিরা নৌ সদস্যদের জানান, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গত ৪ দিন যাবৎ তারা গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। তাদের কাছে অবশিষ্ট খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তাদের করুণ অবস্থায় ছিলো। এ সময়
নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাদের খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করেন। 

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যগণ জেলেসহ ট্রলারটিকে ওইস্থান হতে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। 

অসহায় জেলেরা তাদের জীবন রক্ষা করার জন্য এবং তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য নৌবাহিনীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 

নোভা

×