ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আত্মহত্যা করছে ইসরায়েলি সেনারা

প্রকাশিত: ০৭:২৬, ২৩ জুলাই ২০২৫

আত্মহত্যা করছে ইসরায়েলি সেনারা

ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব নেয়া ইসরাইলের রিজার্ভ সেনারা আটক আতঙ্কে বাড়ি ফিরতে পারছে না। ছুটি কাটাতে গিয়ে এরই মধ্যে বেলজিয়ামে জিজ্ঞাসাবাদের শিকার হন দুজন। আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে ইসরাইলেই দিন কাটাচ্ছে অনেকে। বছরের পর বছর গাজার যুদ্ধক্ষেত্রে বড়বরতা চালিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে আইডিএফ সদস্যরা। বেছে নিচ্ছে আত্মহননের পথ।

গাজায় চলমান অভিযানে বিভিন্ন সময় যোদ্ধাপরাধের অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিভিন্ন দেশে চলছে তদন্ত। এমনকি জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। বাদ যায়নি স্বয়ং ইসরাইলি প্রধানমন্ত্রীও। এই তদন্ত ঘিরে বেশ আগে থেকেই বিবাদী ছিল দ্বৈত নাগরিকত্বধারী ইসরাইলি সেনারা।

এবার যুদ্ধপরাধের তদন্তের ভয় নতুন করে ভর করেছে ইসরাইলি সেনাদের মধ্যে। কেননা পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা বাহিনীগুলো এখন নিজ দেশে শুরু করেছে তদন্ত। এই তালিকায় রয়েছে কানাডা এবং বেলজিয়ামের মতো দেশও। সম্প্রতি গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দেয় কানাডিয়ান পুলিশ। এই নিয়ে আতঙ্ক ছড়ায় কানাডা ও ইসরাইলি দ্বৈত পাসপোর্টধারী আইডিএফ সেনাদের মাঝে। তদন্তের ভয়ে দেশটিতে ফিরতে পারছেন না এমন বেশ কয়েকজন ইসরাইলি-কানাডিয়ান সেনা সদস্য নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয় ইসরাইলি গণমাধ্যমগুলোতে।

এদিকে বেলজিয়ামে বেড়াতে গিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক হতে হয়েছে দুই ইসরাইলি সেনাকে। অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেয় বেলজিয়ান পুলিশ বাহিনী। এর আগে গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্রাজিলে অবস্থানরত এক ইসরাইলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় দেশটির কর্তৃপক্ষ।

একদিকে বাড়ছে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ভয়। অন্যদিকে মাসের পর মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক ইসরাইলি সেনা। গেল দু সপ্তাহে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সামরিক বাহিনীর অন্তত চার সদস্য। ২০২৩ থেকে এ পর্যন্ত এই আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

 

শেখ ফরিদ 

×